সোমবার ১৭ নভেম্বর ২০২৫ - ০৮:১৯
ট্রাম্পকে বুঝতে হবে— শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

ইরানের সর্বোচ্চ নেতা’র জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খাররাজি বলেছেন, ইরান সর্বদা সংলাপ ও আলোচনার পক্ষে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে যে জোর-জবরদস্তি বা সামরিক চাপ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার তেহরানে অনুষ্ঠিত “International Law Under Attack: Aggression and Defense” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা কখনও আলোচনাকে এড়িয়ে যাই না। তবে অস্ত্রের ভয়-ভীতি বা অপরাধমূলক চাপের মুখে আলোচনা করতে রাজি নই।”

ট্রাম্পকে উদ্দেশ করে খাররাজি বলেন, “আমার পরামর্শ— ইতিবাচক মনোভাব গ্রহণ করুন, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার প্রস্তুতি দেখান। তখনই এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না; প্রতিরক্ষা সক্ষমতা বা জাতীয় স্বাধীনতাও কোনোভাবেই ত্যাগ করবে না।”

ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর প্রেসিডেন্ট হিসেবে তিনি উল্লেখ করেন, “ইরান বারবার প্রমাণ করেছে যে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত আছে। কিন্তু সমস্যা হলো—আমেরিকানরা এমন আলোচনায় রাজি নয়। তারা অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার ওপর ভর করে নিজেদের অবৈধ লক্ষ্য এগিয়ে নিতে চায়। এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়, এবং ইরানি জাতি কোনো ধরনের হুমকি বা বুলিংয়ের সামনে মাথা নত করবে না।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha