হাওজা নিউজ এজেন্সি: রবিবার তেহরানে অনুষ্ঠিত “International Law Under Attack: Aggression and Defense” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা কখনও আলোচনাকে এড়িয়ে যাই না। তবে অস্ত্রের ভয়-ভীতি বা অপরাধমূলক চাপের মুখে আলোচনা করতে রাজি নই।”
ট্রাম্পকে উদ্দেশ করে খাররাজি বলেন, “আমার পরামর্শ— ইতিবাচক মনোভাব গ্রহণ করুন, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার প্রস্তুতি দেখান। তখনই এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না; প্রতিরক্ষা সক্ষমতা বা জাতীয় স্বাধীনতাও কোনোভাবেই ত্যাগ করবে না।”
ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর প্রেসিডেন্ট হিসেবে তিনি উল্লেখ করেন, “ইরান বারবার প্রমাণ করেছে যে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত আছে। কিন্তু সমস্যা হলো—আমেরিকানরা এমন আলোচনায় রাজি নয়। তারা অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার ওপর ভর করে নিজেদের অবৈধ লক্ষ্য এগিয়ে নিতে চায়। এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়, এবং ইরানি জাতি কোনো ধরনের হুমকি বা বুলিংয়ের সামনে মাথা নত করবে না।”
আপনার কমেন্ট